প্রতিবেদন: বুধেই মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা(Suvanshu Shukla) সহ চার নভোচর। ইতিমধ্যে মহাকাশে প্রায় ২৪ ঘণ্টা কাটিয়ে ফেলেছেন তাঁরা। বুধবার দুপুরে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেন শুভাংশু। এবার মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন ভারতীয়দের গর্ব শুভাংশু। শোনালেন মহাকাশে একটা গোটা দিন কাটিয়ে ফেলার অভিজ্ঞতা!
Read More: ফের নিম্নচাপ, রথে কোন কোন জেলায় বৃষ্টি! জানাল হাওয়া অফিস
মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর সঙ্গে কথোপকথন করেছেন চার নভশ্চর। অ্যাক্সিয়ম স্পেসের এক্স হ্যান্ডলেও সেই ভিডিয়োর সরাসরি সম্প্রচার হয়েছে। সেখানেই শুভাংশু(Suvanshu Shukla) বলেন, ‘‘যখন যাত্রা শুরু হল, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। খুব ভাল সফর ছিল। মহাকাশে পৌঁছোতেই অস্বস্তি শুরু হয়।

শুনলাম, গত কাল নাকি আমি পড়ে পড়ে ঘুমিয়েছি!’’ পাশাপাশি, মহাকাশের মাধ্যাকর্ষণ-শূন্য পরিবেশে হাঁটাচলা থেকে শুরু করে সব কিছুই নতুন করে শিখতে হচ্ছে তাঁদের। শুভাংশু বলেন, ‘‘শিশুর মতো হাঁটতে শিখছি! শিখছি কী ভাবে হাঁটতে হয়, কী ভাবে খেতে হয়!’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1938157526127940002
উল্লেখ্য, ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। শুভাংশু সহ নাসার এই অভিযানে পাড়ি দেন পেগি হুইটসন, স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপু। তার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে রয়েছেন শুভাংশুরা। তাঁদের মহাকাশযান ‘ড্রাগন’ পৃথিবী থেকে ৪১৩ কিলোমিটার দূরে প্রতি ঘণ্টায় ২৬,৫০০ কিলোমিটার বেগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে এগিয়ে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁদের গন্তব্যে পৌঁছোনোর কথা।