কলকাতা : আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই রথযাত্রা। শেষ লগ্নের প্রস্তুতি চলছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জগন্নাথদেবের প্রসাদ বিতরণ। তা নিয়ে সংকীর্ণ রাজনীতি করতে ছাড়ছে না বিজেপি।(Bengal BJP) এবার তার কড়া জবাব দিল তৃণমূল।
Read More: ২১ জুলাই নিয়ে বিধায়কদের বিশেষ বার্তা মমতার
বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিলি করা হবে। পাঁচদিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে।” শুভেন্দু জানান, শুক্রবার রথের দিন বেলা ১২টার সময় কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রথযাত্রা হবে। ওইদিন দুপুর ৩টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসবে। বিকেল ৪টের সময় ইসকনের রথযাত্রা রয়েছে মেছেদায়। সেখানেও তিনি থাকবেন। জগন্নাথদেবকে নিয়েও বিজেপির(Bengal BJP) এহেন রাজনীতিকে তীব্র নিন্দায় বিঁধেছে ঘাসফুল নেতৃত্ব।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি ও শুভেন্দুকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। “উনি (শুভেন্দু) দিশাহীন রাজনীতি করছেন। ভোটে হারতে হারতে ভগবানকেও প্রতিপক্ষ ভাবছেন, লড়াই শুরু করেছেন। পুরীর প্রসাদ তাহলে এতদিন দেননি কেন? পশ্চিমবঙ্গ সরকার যখন বাড়ি বাড়ি জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দিচ্ছে তখন বলছেন কেন? উনি যে যে বাড়িতে প্রসাদ দিতে যাবেন তাঁরা বলবেন দিঘার মন্দির দেখে গিয়েছেন। সেখানে বিপুল ভক্ত সমাগম হচ্ছে। প্রসাদও পেয়েছেন। ওঁর (শুভেন্দু) পরিবারও যেতে চায়, কিন্তু ওঁর জন্য যেতে পারছে না”, জানান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938178880604672263
পাশাপাশি, বিজেপিকে একহাত নিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। সাফ জানান, “আমাদের জগন্নাথ মন্দির দিঘায়, এটা বাংলার গর্ব। এই মন্দির নিয়ে একটা খারাপ কথা বলা মানে বাংলাকে অপমান। যে মন্দিরে যেতে চাইছেন যাবেন।” শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ১ লক্ষ লোক নিয়ে রথ টানবেন। পাঁচদিন ধরে চলবে পুরীর প্রসাদ বিলি। এদিনও দিঘার প্রসাদ নিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করে মন্তব্য করেন বিরোধী দলনেতা। যা নিয়েও শুরু হয়েছে বিতর্কের ঝড়।