প্রতিবেদন: প্রিয় বউঠানকে উদ্দেশ্য করে চার পঙক্তির এই কবিতা লিখেছিলেন রবিঠাকুর।(Rabindranath Tagore) নিজের হাতে খোদাই কিরে হৃদয় আকৃতির পীতবর্ণ কোয়ার্টজ পাথরে লিখেছিলেন, ‘পাষাণ হৃদয় কেটে/ খোদিনু নিজের হাতে/ আর কি মুছিবে লেখা/ অশ্রুবারিধারাপাতে?’
Read More: জগন্নাথের প্রসাদ নিয়েও সংকীর্ণ রাজনীতি বিজেপির! কড়া জবাব দিল তৃণমূল
অধুনা কর্ণাটকের সৈকতনগরী কারওয়ারে বসে বছর কুড়ির তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore) লিখেছিলেন এই চার পঙক্তি। বলা হয়, বউঠানের উদ্দেশ্যেই এই লেখা, রবিঠাকুরের তৈরি একমাত্র ভাস্কর্য। এই হৃদয় আকারের পাথরের নাম রেখেছিলেন ‘‘পাষাণ হৃদয়’’। দাদা জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরীর সঙ্গে রবিঠাকুরের ‘সখ্যতা’ নিয়ে বহুল চর্চা। এই বন্ধুত্বের, এই সখ্যতার অন্যতম নিদর্শন ‘পাষাণ হৃদয়’ এবার উঠতে চলেছে নিলামে।

কাদম্বরী দেবীর মৃত্যুর পর নামকরণ করা সেই হৃদয়াকৃতির শিলাকাব্য উপহার পেয়েছিলেন কবির সাহিত্যচর্চার নিত্যসঙ্গী ভারতী পত্রিকার সম্পাদক অক্ষয় চৌধুরি। প্রায় দেড়শো বছর পর সেই ভাস্কর্য উঠতে চলেছে নিলামে। বৃহস্পতি ও শুক্রবার অনলাইনে বসছে এই নিলাম।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938180912656880085
শুধুমাত্র, এই ‘পাষাণ হৃদয়’ নয়, নিলামের আসরে সংগ্রাহকদের মূল আকর্ষণ সমাজতাত্ত্বিক, প্রাবন্ধিক ও সঙ্গীতজ্ঞ ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়কে কবির নিজের হাতে লেখা ৩৫টি চিঠি। ‘অষ্টগুরু’ সংস্থার এই নিলামে যার দাম পাঁচ থেকে সাত কোটি টাকা উঠবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ‘পাষাণহৃদয়’-এর দাম উঠতে পারে ৫৫ থেকে ৭০ লক্ষ টাকা। তবে ‘ন্যাশনাল আর্ট ট্রেজর’ হিসাবে চিহ্নিত হওয়ায় এই চিঠি বা ভাস্কর্য দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না।