দিঘা : রথযাত্রার(Rathayatra )প্রাকলগ্নে সাজো সাজো রব সৈকতশহর দিঘায়। নবনির্মিত জগন্নাথধামে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। দিঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই দিঘায় পৌঁছে যাচ্ছেন তিনি।
Read More: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ, সমাধানের পথ বাতলে দিলেন মমতা
এরপর বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে অংশগ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী। ঠিক ছিল রথযাত্রার(Rathayatra )আগের দিন বৃহস্পতিবার দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তাঁর সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে বলেই দিঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই উপচে পড়ছে ভিড়। এখনও পর্যন্ত ঘটেছে ৩০ লক্ষের বেশি ভক্তসমাগম। ২৭ জুন রথযাত্রা। রাধারমণ দাস জানিয়েছেন, “ইতিমধ্যেই নবান্নে দিঘার রথযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে দু’লক্ষের বেশি জনসমাগম হওয়ার কথা। থাকবেন প্রচুর বিদেশিও।”
ইতিমধ্যেই দিঘার হোটেলগুলির রিসেপশনে রুমভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করেছেন জেলাশাসক। মজবুত করা হয়েছে নিরাপত্তাও। মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937604794300215682?t=yEKpm1xFcr6APV8xW4Pqfg&s=19
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পরেই গড়াবে রথের চাকা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দিঘার পুরনো মন্দিরে মাসির বাড়ি। দিঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব এক কিলোমিটার।পর্যটকরা যাতে রথের রশি ধরতে পারেন, তার জন্য লম্বা দড়ি লাগানো হয়েছে রথে।
পাশাপাশি, মাসির বাড়ি যাওয়ার পথে বাঁক নিতে রথের কোনও সমস্যা হচ্ছে কি না, তা দেখার জন্য দু’বার পরীক্ষামূলকভাবে রথ টানা হয়েছে। বাঁক নিতে সমস্যা হওয়ায় মন্দিরের ৭ নম্বর গেটের পরিবর্তে মন্দিরের দক্ষিণ দিকের গেটের সামনে থেকে ১১৬-বি জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়া হবে।