কলকাতা: রাজ্যের দুটি দফতর ছাড়া সমস্ত অফিসেই ‘হাফ’ ছুটির ঘোষণা নবান্নের। পয়লা জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় রাজ্যে৷ এবার সেই দিনেই অর্ধদিবস ছুটির ঘোষণা করল নবান্ন। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী পয়লা জুলাই। বাংলায় প্রতি বছর বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির আয়োজন করা হয় ওই দিনে।
আবার এই দিনেই পালিত হয় চিকিৎসক দিবস। সেই উপলক্ষে গত বছরের মতোই রাজ্য সরকারি কর্মচারীদের দুপুর দুটো থেকে থাকবে ছুটি৷ যদিও দুই দফতরের কর্মীরা এই ছুটি পাবেন না। কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে।