ফ্লোরিডা: অবশেষে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিলেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় ঠিক বারোটা বেজে এক মিনিটে এই যাত্রা শুরু হল তাঁর।
অন্তরীক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়ম-৪। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত তাঁরা থাকবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে তাঁরা সেখানে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। পাশাপাশি, শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে।
এই অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে।
২৫ মে এই অভিযান শুরুর কথা থাকলেও তা পিছিয়ে ৮ জুন হয়। কিন্তু তাতেও শুরু করা যায়নি এই অভিযান। এরপর দিন ঠিক হয় ২২ জুন। কিন্তু তাও পিছিয়ে অবশেষে ২৫ জুন বুধবার যাত্রা শুরু করলেন শুভাংশুরা। এদিন কাউন্ট ডাউন শেষ হতেই দেখা যায় মহাকাশযানটি অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে।
এই মাহেন্দ্রক্ষণে চারপাশ হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায়। ফ্যালকন-৯ ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন এগিয়ে যায়। এবার তার গন্তব্য- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।