পুণে : প্রকাশ্যে এল পরিবহণের বেহাল পরিস্থিতি। যানজটে আটকে থাকতে হল খোদ কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীকেই! গত সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। যানজটের(Traffic Jam) কবলে পড়েন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। সফরে ইতি টেনে মাঝপথ থেকেই ঘরে ফিরতে হল তাঁকে।
Read More: বিধানসভায় উপস্থিতি ও ইতিবাচক ভূমিকায় পুরস্কারের পরিকল্পনা, অভিনব প্রস্তাব মুখ্যমন্ত্রীর
সূত্র মারফত জানা গিয়েছে, পুনের শনিওয়ার পেট অঞ্চলে যানজটের সমস্যা বহুদিনের। এই পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে চার লেনের এক ভূগর্ভস্থ টানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সেই প্রকল্প পরিদর্শনেই যাচ্ছিলেন নীতীন গড়করি।(Traffic Jam) তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক হেমন্ত রোশন। তবে গন্তব্যস্তলে পৌঁছনোর আগেই রাস্তায় প্রবল যানজটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘক্ষণ যানজটের জেরে সেখানে অপেক্ষা করার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় গন্তব্যস্থলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে ইউ টার্ন নেন কেন্দ্রীয়মন্ত্রী। শেষপর্যন্ত বাতিল হয় অনুষ্ঠানটি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937490181298487396
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যদি এরকম ঘটে, তবে ভয়াবহ এই যানজটে সাধারণ মানুষের কী অবস্থা হয়? উঠছে প্রশ্ন। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, ওই এলাকার যানজট নিয়ন্ত্রণ করতে সরকার দুটি টানেল তৈরির পরিকল্পনা করেছে। যার একটি শনিওয়ার ওয়াদা থেকে যাবে স্বর্গগেট পর্যন্ত। অন্যটি সরসবাগ থেকে আসবে শনিওয়ার ওয়াদা অবধি।