গুরুগ্রাম : আহমেদাবাদের বিমান-বিভীষিকার পর কাটেনি দু’সপ্তাহও। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭০ জনের শোকস্তব্ধ সারা দেশ। কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া।(Air India) সংশয়ের মুখে পড়েছে সংস্থাটির দক্ষতা ও রক্ষণাবেক্ষণ। আর এবার দুর্ঘটনার শোক ভুলে উল্লাসে মাতলেন এয়ার ইন্ডিয়ার শীর্ষস্থানীয় আধিকারিকরা! সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে। তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।
Read More: ভেস্তে যাবে হেডিংলে টেস্ট! পঞ্চম দিনের খেলা শুরুর আগেই বৃষ্টির ভ্রূকুটি
ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা গিয়েছে, সংস্থার গুরুগ্রামের দফতরে ডিজে পার্টিতে নাচে মত্ত এয়ার ইন্ডিয়া(Air India) স্যাটস (এআইএসএটিএস)-এর শীর্ষ কর্তারা। যাঁদের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে এআইএসএটিএস-এর চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের জিএম সম্প্রীত কোটিয়ানকে। ঘটনাটি গত ২০ জুনের। যার মাত্র আটদিন আগেই আহমেদাবাদে দুর্ঘটনা ঘটেছিল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
ভিডিওটি সামনে আসতেই বিপাকে এয়ার ইন্ডিয়া। তড়িঘড়ি সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এআইএসএটিএস সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত, যা দুর্ভাগ্যবশত সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক নয়। তবুও এর ফলে যে মানসিক অস্বস্তির সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।” তবে অনেকেরই মত, এই ক্ষমা চাওয়া মূল্যহীন। যখন মৃতদের পরিবার শেষকৃত্যের জন্য অপেক্ষা করছে, তখন এহেন উদযাপন ও নাচের নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937438819042963934
উল্লেখ্য, টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া লিমিটেড এবং সিঙ্গাপুরের এসএটিএস লিমিটেডের একটি ৫০:৫০ যৌথ উদ্যোগ এই এআইএসএটিএস। বিমানবন্দরের গ্রাউন্ড পরিষেবা পরিচালনা করে তারা। যার মধ্যে রয়েছে ১২ জুনের আমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানও।