প্রতিবেদন : আরও একবার বিতর্কের কেন্দ্রে এয়ার ইন্ডিয়া।(Air India) তবে এবার যান্ত্রিক ত্রুটি নয়। মাঝ আকাশেই উড়ানের ভিতর অসুস্থ হয়ে পড়লেন যাত্রী এবং বিমানকর্মীরা। কিন্তু ঠিক কী কারণে ঘটনাটি ঘটল, তা এখনও অস্পষ্ট। খতিয়ে দেখা হচ্ছে সবকিছু।
Read More: ফের ভারত-পাক সংঘাতের সম্ভাবনা! বাড়ল আকাশসীমা বন্ধের মেয়াদ
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানের পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই দুই কর্মী। এরপরই উড়ানের ভিতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়নি। সফলভাবেই উড়ানটি অবতরণ করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে।
এরপর খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বিমান সংস্থার(Air India) মেডিক্যাল টিম। তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থা স্থিতিশীল থাকায় পরে ছেড়ে দেওয়া হয় তাঁদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937461921529123228
এবিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, লন্ডন থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরই বিমানের ভিতর হঠাৎই পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মী অসুস্থ হয়ে পড়েন। কী কারণে এরকম হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাকেও (ডিজিসিএ)।