কলকাতা: বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে অভিযোগ তোলে রাজ্যে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে। কিন্তু এই অপরাধ যে রাজ্য সরকার মানবে না তা স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) জলাশয় ও পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে উঠলে তা ভেঙে দেওয়া হবে। পুকুর ভরাট নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: শোক ভুলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ শীর্ষ কর্তাদের! কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া
মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, “জোর করে পুকুর ভরাট করলে নির্মাণ ভেঙে দেওয়া হবে। স্থানীয় কিছু ইনফ্লুয়েন্সে অনেকে এমন করেন। পরিবেশ বাঁচাতে কোনও আপস নয়। অভিযোগ এলে পরিবেশ বিভাগ কঠোর ব্যবস্থা নেবে।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রাজ্যে নতুন করে খনন হয়েছে সাড়ে চার লাখ পুকুর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937450088886083883
প্রসঙ্গত, বিধানসভার চলতি বাদল অধিবেশনে পুকুর ভরাট নিয়েই আগেই কড়া বার্তা দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, জলাভূমির চরিত্র বদল করা যাবে না। জলাভূমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার শাস্তির বিধান রয়েছে। এবার বিরোধীদের সমস্ত অভিযোগে জল ঢেলে পুকুর ভরাট নিয়ে কড়া পদক্ষেপ নেবে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।