কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে নিজের দল তৈরি করছেন দিলীপ ঘোষ!(Dilip Ghosh) এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বহুদিন। এরপর সংবাদমাধ্যমেও তাঁর এই নতুন দলের কথা বলা হচ্ছে৷ যা এখন রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ এবার এই গুঞ্জন নিয়েই মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
Read More: পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার প্রাত:ভ্রমণে বেরিয়ে নয়া দল তৈরি নিয়ে দিলীপ ঘোষ(Dilip Ghosh) জানান, ‘আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি। করার দরকার নেই।’ বিজেপির উপর ভরসা রাখার কথা জানিয়ে দিলীপ আরও বলেন, “৭০ বছর ধরে লড়াই করে একটা দলকে দাঁড় করানো হয়েছে। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দলের প্রয়োজন নেই।”
এই মর্মে তিনি সাফ জানিয়ে দিলেন, রাজ্যে কোনও নতুন দল গঠন করছেন না তিনি। বরং রাজ্য নেতারা যতই কোণঠাসা করার চেষ্টা করুক না কেন, তিনি বিজেপিতে আস্থা রেখেছেন এবং রাখবেন। তাই আগামীতে অন্য কোনো দলে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে সেই গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937456640502190341
উল্লেখ্য, দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে, পশ্চিমবঙ্গ হিন্দুসেনা। দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা ও কর্মী। নতুন দল গঠন নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আপাতত সেই জল্পনাতে জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ।