নদিয়া: ২৩ রাউন্ডের ভোটগণনার শেষে ফলপ্রকাশ উপনির্বাচনের৷ ২০২১ এর ব্যবধানকে ছাপিয়ে অবশেষে কালীগঞ্জের উপনির্বাচনে জয় তৃণমূলের। ফল ঘোষণার আগেই সবুজ ঝড় বইতে শুরু করেছে কালীগঞ্জে। আনন্দে মেতেছেন কর্মী সমর্থকরা। ফলাফলের পরেই শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।(Mamata Banerjee)
Read More: কালীগঞ্জে সবুজ ঝড়, ২০২১ এর ব্যবধান ছাপিয়ে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ
সোমবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1937084299242868866
তিনি আরও লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”