নদিয়া: গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলল সমগ্র গণনা প্রক্রিয়া। কালীগঞ্জের উপনির্বাচনের ভোটগণনার প্রথম রাউন্ডেই এগিয়ে ছিল তৃণমূল। অবশেষে ২৩ রাউন্ডের ভোটগণনার শেষ হল। জানা যাচ্ছে, ২০২১ এর রেকর্ডকে ছাপিয়ে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জে সবুজ ঝড়। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ।
Read More: উপনির্বাচনের ভোটগণনার মধ্যেই বড়সড় বিপত্তি! কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে আগুন
৪৯,৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। সেদিক থেকে দেখলে চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা। তৃণমূল ভোট পেয়েছে ১০২১৭৯, বিজেপি – ৫২৪২৪, কংগ্রেস— ২৮২৬২, নোটা— ২৫০০।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937078976016494978
প্রসঙ্গত, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের অকালপ্রয়াণে গত ১৯ জুন এখানে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হয়েছে। ভোটদানের সার্বিক হার ছিল ৭২ শতাংশের সামান্য বেশি। আজ তার ফলপ্রকাশ হল। ২০২১ সালে এই কেন্দ্র থেকে ৪৭ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। এখন তাঁর কন্যা আলিফা আহমেদ সেই ব্যবধানেত চেয়েও বেশি ভোটে জয়ী হলেন।