কলকাতা: চলছে উপনির্বাচনের ভোটগণনা।(By-Election Counting) এর মধ্যেই বড়সড় বিপত্তি কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হল নির্বাচন কমিশনের কর্মী-আধিকারিকদের। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা দফতর। আতঙ্ক ছড়ায় কলকাতার নির্বাচন কমিশনের দফতর চত্বরে।
Read More: কালীগঞ্জ উপনির্বাচন: ১৬ রাউন্ড গণনার শেষে ৪৫ হাজারের ব্যবধানে এগিয়ে তৃণমূল
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের দোতলায় ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র)-এ আগুন লাগে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটগণনা সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন কমিশনের কর্মীরা। গণনার পরিসংখ্যান জানতে কমিশনের উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। এই পরিস্থিতিতে দোতলার তথ্যকেন্দ্র থেকে হঠাৎ আগুন বেরিয়ে আসতে দেখা যায়।
আগুন লাগামাত্রই তৎক্ষণাৎ সমস্ত কর্মী-আধিকারিকদের নীচে নামিয়ে আনা হয়। নীচে নেমে আসেন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালও। তবে মনোজকুমার আগরওয়াল জানান, এই ঘটনার ফলে ভোটগণনায়(By-Election Counting) কোনও প্রভাব পড়বে না। কালীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোটগণনা চলছে বলে জানান তিনি।
বহুতল ভবনের দোতলা এবং তিন তলায় কমিশনের দফতর। হঠাৎই দোতলার তথ্যকেন্দ্র থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। দমকলের আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা জানান আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিক ভাবে দমকল মনে করছে, তথ্যকেন্দ্রে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷