কলকাতা : এবার শহরের প্রবীণ নাগরিকদের সুবিধার্থে অভিনব পদক্ষেপের পথে হাঁটল কলকাতা পুলিশ। নতুন প্রকল্প ‘প্রণাম’-এর মাধ্যমে তারা চালু করতে চলেছে ডিজিটাল অ্যাওয়ারনেস-লিটারেসি ওয়ার্কশপ।(Digital Awareness Literacy Workshop) শেখানো হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ, মেলের ব্যবহার। কীভাবে অনলাইনে কেনাকাটা করা হয়, শেখানো হবে হাও।
Read More: পহেলগাঁও হামলায় জড়িত ৩ জঙ্গিই পাকিস্তানি, দাবি এনআইএ’র
এই ডিজিটাল অ্যাওয়ারনেস-লিটারেসি ওয়ার্কশপ(Digital Awareness Literacy Workshop) বসছে টালিগঞ্জে প্রণামের অফিসে। শহরের প্রবীণ নাগরিকদের উপর সমীক্ষা চালিয়েছে ‘হেল্প এজ ইন্ডিয়া’ সংস্থা। এ সমীক্ষার পর উঠে এসেছে নানান তথ্য। সম্প্রতি সে তথ্য পেশ করার মঞ্চে হেল্প এজ ইন্ডিয়ার রাজ্য অধিকর্তা প্রিয়াঞ্জলি চক্রবর্তী জানিয়েছেন, একাকীত্বে ভোগা বয়স্করা প্রণামের সদস্য হতে চাইছেন। যে কারণে শহর কলকাতায় প্রণামের সদস্য ২২ হাজারেরও বেশি। এঁরা স্মার্টফোনের ব্যবহার জানেন না। ভুল করে কোনও সাইটে ঢুকে সাইবার জালিয়াতদের কবলেও পড়েছেন অনেকে।
এপ্রসঙ্গে কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের জয়েন্ট কনভেনর এষা দত্ত জানিয়েছেন, “এদের জন্যই চালু করা হয়েছে ‘ডিজিটাল লিটারেসি’ প্রোগ্রাম। ট্যাক্সি বুক করা থেকে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা। সবকিছুর অ্যাপ চলে এসেছে। স্মার্ট ফোনও আছে সিংহভাগ প্রবীণদের কাছে। কিন্তু কীভাবে সেটা ব্যবহার করে সেটা ওরা জানেন না। সেটাই শেখাচ্ছে প্রণাম।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1937134378775376009
পাশাপাশি, তাঁর কথায়, “খতিয়ে দেখলেই দেখা যাচ্ছে শহরে একের পর এক সাইবার ক্রাইম জালিয়াতদের টার্গেট গ্রুপ প্রবীণ নাগরিক। কলকাতা পুলিশের সাইবার সেফটি অ্যান্ড সাইবার ক্রাইমের অ্যাডিশনাল ওসি উত্তম পাইক জানিয়েছেন, বয়স্কদের আমরা পরামর্শ দিই ফেসবুকে অচেনা কারও বন্ধুত্বের অনুরোধ নেবেন না। প্রতিদিন ন্যূনতম দু’ঘণ্টা মোবাইল সুইচ অফ করে রাখুন। এতে জালিয়াতদের ট্র্যাক করতেও সমস্যা হবে।” শুধু ইন্টারনেট শিক্ষাই নয়, প্রণাম প্রকল্পের মাধ্যমে শহরের প্রবীণদের একাকিত্ব কাটাতে বিনোদনমূলক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রতি মাসে। প্রতিটি থানা এলাকার বয়স্কদের আলাদা আলাদা করে নিয়ে যাওয়া হয় সিনেমা-থিয়েটার-নাটক-মিউজিয়াম দেখাতে।