প্রতিবেদন : বিতর্কের কেন্দ্রে ইন্ডিগো উড়ান সংস্থা। এবার কর্মক্ষেত্রে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠল ইন্ডিগোর ৩ শীর্ষ কর্তার বিরুদ্ধে। থানায় এফআইআর দায়ের করেছেন ৩৫ বছর বয়সী এক ট্রেনি পাইলট।(Trainee Pilot) তাঁর অভিযোগ, শুধুমাত্র তফশিলি জাতিভুক্ত হওয়ার কারণেই তাঁকে একাধিকবার হেনস্থার শিকার হতে হয়েছে।
Read More: চূড়ান্ত বিশৃঙ্খলা বিধানসভায়, সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে
ওই ট্রেনি পাইলট এও জানিয়েছেন, সংস্থার হেড অফিসের তিন সিনিয়র কর্তা তাঁকে অপমান করে বলেছেন, “আপনি প্লেন চালানোর যোগ্য নন, ফিরে গিয়ে জুতো সেলাই করুন!” ঘটনার পর ওই পাইলট বেঙ্গালুরু থানায় একটি এফআইআর দায়ের করেন। পুলিশ ‘জিরো এফআইআর’ হিসাবে মামলা গ্রহণ করে। পরে তা পাঠিয়ে দেওয়া হয় গুরুগ্রাম থানায়। এই এফআইআর-এ ইন্ডিগোর তিন সিনিয়র কর্তা তাপস দে, মণীশ সাহানি এবং ক্যাপ্টেন রাহুল পাটিলের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এসসি-এসটি আইনে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937107805464568087
জানা গিয়েছে, গত ২৮ এপ্রিল হেড অফিসে একটি মিটিং চলাকালীন ওই ট্রেনি পাইলটকে(Trainee Pilot) উদ্দেশ্য করে অপমানজনক কথাবার্তা বলা হয়। এক সিনিয়র আধিকারিক বলেন, “আপনি বিমান ওড়ানোর যোগ্য নন, ফিরে যান এবং জুতো সেলাই করুন। আপনি এই অফিসের দারোয়ান হওয়ারও যোগ্য নন।” এছাড়াও চাকরি ছাড়ার জন্য নানাভাবে মানসিক চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ট্রেনি পাইলট। নানাভাবে বেতন থেকে টাকা কেটে নেওয়া, বারবার ওয়ার্নিং লেটার পাঠানো হয় বলেও অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ট্রেনি পাইলট।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। যদিও এই ব্যাপারে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইন্ডিগোর তরফে।