প্রতিবেদন : ফের বিতর্কের কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশন।(Election Commission)ভোটের সময় যেসব ভিডিও ও ফোটোগুলি সংগ্রহ করে, সেগুলি এখন থেকে ৪৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। তারপর সেগুলি ডিলিট করে দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।
Read More: অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি, হেডিংলেতে একাধিক নজির ক্যাপ্টেন শুভমনের
বিরোধীদের বক্তব্য, কমিশনের(Election Commission)সিদ্ধান্ত অনুযায়ী মামলা করতে হলে তা দেড় মাসের মধ্যে করতে হবে। তাছাড়া, ভোট প্রক্রিয়ার নানা পর্বে কমিশন যে সব ভিডিও এবং ছবি করে থাকে সেগুলি পর্যালোচনা করে অনেক অনিয়ম চিহ্নিত করা সম্ভব। নতুন নির্দেশিকায় সেই সুযোগ আর থাকছে না। বিরোধীরা মনে করছে, যত দিন গড়াচ্ছে, কমিশন তাদের কাজকর্মের উপর নাগরিক নজরদারিকে ততটাই খর্ব করছে। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধি সংশোধন করেছে। ভোটের পর ভিডিও এবং ছবি দেখার সুযোগ আর নেই।

প্রসঙ্গত, ভোট সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ নিয়ে কমিশন গত বছর ২৪ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়েছিল, ভিডিও, ছবি-সহ অন্যান্য নথিপত্র তিন মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তাতে ভোটের দিন ঘোষণা অর্থাৎ আদর্শ আচরণবিধি চালুর দিন থেকে মনোনয়ন পেশ পর্যন্ত সময়ের নথি তিন মাস সংরক্ষণের কথা বলা হয়। মনোনয়ন থেকে গণনা ও ফল প্রকাশ পর্যন্ত সময়ের নথি সংরক্ষণ করা হবে এক বছর। সবটাই কমিয়ে এবার নামিয়ে আনা হল ৪৫ দিনে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936358250926264370?s=19