কলকাতা: গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপর থাকা নিম্নচাপ সরায় শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে! তবে বৃষ্টি কিন্তু থামছে না।(Weather Update) এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
টানা তিনদিন ধরে বৃষ্টি বঙ্গে। তবে আজ ধীরে ধীরে সরছে ঝাড়খণ্ডের দিকে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে মৌসুমি অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
Read More: উঠল ‘চোর’ স্লোগান! প্রবল জনরোষের মুখে সুকান্ত মজুমদার, নামল র্যাফ
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।(Weather Update)
শুক্রবার সকালে দক্ষিণে অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত অতিভারী বা ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের সব জেলায়।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় বঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বাড়বে বৃষ্টি। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935768489676931441
উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে।