বজবজ : তুমুল গণবিক্ষোভের কবলে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে আমজনতার রোষের মুখে পড়েন তিনি। একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। জানা গিয়েছে, তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় জুতোও!
কিছুদিন আগে বজবজের হালদারপাড়ায় এক বিজেপি কর্মী আহত হন। তাঁকে দেখতে এদিন ওই এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে দেখে বেরনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। সুকান্তকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা। তাঁকে লক্ষ্য করে জুতোও ছোঁড়া হয়েছে। বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর বাধ্য হয়ে এলাকায় নামে ব়্যাফ।
ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। বলেন, “অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে। এটা কী গণতন্ত্র?” যদিও এই অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “১০০ দিনের কাজ করেছেন, তা-ও টাকা পাচ্ছেন না। মানুষের তো ক্ষোভ থাকবেই।” তাঁর আরও অভিযোগ, ধর্মের নামে ভেদাভেদ করতেই বজবজে গিয়েছিলেন সুকান্ত।