ইন্দোর: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজাকে খুন করে পুলিশের জালে সোনম রঘুবংশী! খুনের পরিকল্পনা থেকে শুরু করে ভাড়াটে খুনি, তদন্ত এগোতেই সমস্ত তথ্য একে একে সামনে আসছে।(Meghalaya Case) সোনম এবং তাঁর স্বামী রাজা বঘুবংশীর সঙ্গে থাকা ট্রলিব্যাগ খুলেও তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে তদন্তে নয়া কোনও সূত্র মিলল কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, সোনমের সঙ্গে থাকা কাঁধে ঝোলানো ছোট কালো ব্যাগটির হদিস পাচ্ছে না পুলিশ।
Read More: বিপর্যস্ত দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্সও, আদৌ কি সম্ভব তথ্য উদ্ধার!
বুধবার ইন্দোরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। জানা যায়, রাজাকে খুনের পর এই ফ্ল্যাটে সোনম উঠেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।(Meghalaya Case) শিলং পুলিশের একটি দল বুধবার ইন্দোর পৌঁছে, ওই ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ উদ্ধার করে। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ব্যাগটি মেঘালয়ে নিয়ে গিয়েছিল সোনম। সেটি ভালোভাবে পরীক্ষা করেন তদন্তকারীরা।
তবে, ওই ট্রলিব্যাগে কী কী পাওয়া গিয়েছে বা সেই ব্যাগ থেকে এই হত্যাকাণ্ডে জড়িত কোনও সূত্র মিলেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তদন্তকারীরা। কিন্তু সোনমের সঙ্গে থাকা কালো ব্যাগটি কোথায়, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। মেঘালয় থেকে পালিয়ে আসার সময় ওই ব্যাগটি সোনমের সঙ্গে ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935676082599944303
তবে ইন্দোরের ফ্ল্যাটে ওই কালো ব্যাগের কোনও চিহ্ন মেলেনি। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ওই ব্যাগটি কোথায়, তার খোঁজ চালানো হচ্ছে। হয়তো সেই ব্যাগ থেকেও এই হত্যাকাণ্ডের কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের সূত্র মারফত জানা গিয়েছে, সোনমের ব্যক্তিত্বও খতিয়ে দেখা হচ্ছে। সোনম কেমন স্বভাবের, পারিবারিক ব্যবসায় তার ভূমিকা কী ছিল, কোনও মানসিক চাপে ভুগত কি না, কোন ধরনের ব্যক্তির সঙ্গে তার বেশি ওঠাবসা ছিল! এই রকম বেশ কিছু বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয় খতিয়ে দেখার পর তার বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করা হতে পারে বলে জানা যাচ্ছে।