কলকাতা: দক্ষিণবঙ্গে মঙ্গলেই বর্ষার আগমন। টানা বৃষ্টি, বৃহস্পতিতেও একই চেহারা। বুধবারের মতো বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়।(Weather Update) কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
Read More: মাঝ আকাশে বিভ্রাট! দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর যাত্রীবাহী বিমানের
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি কম।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।(Weather Update) কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রও উত্তাল থাকবে। এ নিয়ে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935652977634951367
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ আগেই ঘটেছে। আপাতত সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। টানা বৃষ্টির কারণে তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে।