মস্কো: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এখন আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই মার্কিনমুলুকের কূটনীতিক চালে ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরাল করতে চাইছে ইজরায়েল। এর মধ্যেই ইরানের পাশে দাঁড়াল মস্কো। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে রাশিয়া, সাফ জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।(Vladimir Putin)
Read More: মেঘালয়ে নিয়ে যাওয়া সোনমের কালো ব্যাগ কোথায়! হদিস পেতে ইন্দোরের ফ্ল্যাটে তল্লাশি
রুশ সংবাদমাধ্যম টাস-কে পুতিন(Vladimir Putin) জানান, “ইরানি সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুশেহর শহরে (ইরান) আমাদের প্রায় ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। সেই কর্মসূচি ছেড়ে আমরা চলে আসিনি। এটা কি সমর্থন নয়?” স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান। এরপরই পুতিন বলেন, “ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো। চাইলেই চুক্তিবদ্ধ হতে পারে দু’দেশ! যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকে। আবার ইজরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও কমে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1935677812427362340
জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া। ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে। জানালেন পুতিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের বিবৃতি, “পুতিন জানিয়েছেন, মধ্যস্থতায় তৈরি রাশিয়া। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথাও বলছেন তিনি।”