নয়াদিল্লি : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহতার রেশ কাটেনি এখনও। সেই আবহেই একের পর এক বিমানে ধরা পড়ছে যান্ত্রিক ত্রুটি। যার জেরে বাতিল হচ্ছে উড়ান। মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করানো হচ্ছে বিমানের।(Mid-Air Technical Glitch) এবার যান্ত্রিক বিভ্রাটের কারণে দিল্লিতে ‘এমার্জেন্সি ল্যান্ডিং’ করল ইন্ডিগোর একটি বিমান।
Read More: আহমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে নাশকতা! শুরু ‘৩৬০ ডিগ্রি’ তদন্ত
উড়ানটিতে মোট ১৮২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। বৃহস্পতিবার সকালে বিমানটি দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।(Mid-Air Technical Glitch) আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। শঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। অবশেষে দিল্লিতেই নিরাপদে জরুরি অবতরণ করে উড়ানটি।
বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। যদিও ইন্ডিগোর তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি এখনও অবধি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935647906620428683
উল্লেখ্য, গত বুধবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। এদিন বিকেল সাড়ে চারটেয় ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল উড়ানটির। নির্দিষ্ট সময়ে রানওয়েতে ছুটতেও শুরু করে বিমান। কিন্তু টেক অফের আগেই প্রবল ঝাঁকুনি সহকারে তা থেমে যায়। মাঝ আকাশে সেটি ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল বলে জানা গিয়েছে। এর ঠিক একদিন পর ফের বড়সড় দুর্ঘটনা এড়াল ইন্ডিগোর আরও একটি উড়ান।