ময়ূরভঞ্জ : বিজেপিশাসিত ওড়িশায় ফের প্রকাশ্যে এল গণধর্ষণের ঘটনা।(Gangrape) গোপালপুর এবং কেওনঝরের পর এবার ময়ূরভঞ্জও সাক্ষী রইল একই ঘটনার। সোমবার রাতে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে তুলে নিয়ে গিয়ে চার জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, অভিযুক্তেরা তাঁর পরিচিত। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় নির্যাতিতার স্বামী এবং পরিবারের কেউই ছিলেন না বাড়িতে।
Read More: ২৩৪ বার ফোনে কথোপকথন সোনমের, তদন্তে উঠে এল ‘সঞ্জয় বর্মা’র আসল পরিচয়
ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলার বারিপদা থানা এলাকায়। বারিপদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আদিত্য প্রসাদ জেনা জানিয়েছেন, চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তবে অভিযুক্তেরা সকলেই পলাতক। ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935688030800560453
প্রসঙ্গত, গত রবিবার গোপালপুর সমুদ্রসৈকতে এক তরুণীকে গণধর্ষণের(Gangrape) অভিযোগ ওঠে। গোপালপুরে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ওই তরুণী। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিলেন। অভিযোগ, বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তুলে নিয়ে যান দশ যুবক। তার পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আরও দুই জেলা কেওনঝড় এবং ময়ূরভঞ্জে ধর্ষণের ঘটনা ঘটল। মঙ্গলবার কেওনঝড়ে এক তরুণীকে গণধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরপর তিন দিন তিনটি গণধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সে রাজ্যের পুলিশের ভূমিকা। নিন্দার মুখে ওড়িশার ‘ডবল ইঞ্জিন’ সরকার।