কলকাতা : সামনেই ২৫ জুন। ১৯৭৫ সালে এই দিনেই দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। এবার এই বিশেষ দিনটিতে দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস'(Constitution Assassination Day)পালনের নির্দেশ দিল কেন্দ্র। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তা নিয়েই তীব্র আপত্তি প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: মাহেশের জগন্নাথ মন্দিরের প্রস্তুতি কতদূর! রথের আগেই ফোন মুখ্যমন্ত্রীর
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সাফ জানান, রাজ্য ২৫ জুন গণতন্ত্র হত্যা দিবস(Constitution Assassination Day)পালন করবে না। তাঁর প্রশ্ন, “জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে।২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর নেপথ্যে রাজনীতি রয়েছে।” মোদী সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। “আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে?” প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
মমতার কথায়, “দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতিদিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে।” জরুরি অবস্থায় যেভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, বর্তমানেও সেই ঘটনা বারবার ঘটছে বলে দাবি তাঁর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935401272477421850?s=19
মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাংলা ‘সংবিধান হত্যা দিবস’ পালন করছে না। কারণ, মোদী সরকারের আমলে প্রতিদিনই সংবিধানের হনন ঘটছে। কাজেই পালন করতে হলে প্রতিদিনই সংবিধান হত্যা দিবস পালন করতে হয়! এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে নোটবন্দির প্রসঙ্গও। সেই দিনটিকেও ‘ব্ল্যাক মানি ডে’ বলে ঘোষণার দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে পহেলগাঁও হামলা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথাও তুলে এনেছেন মমতা।