আহমেদাবাদ : মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর বিমান চলাচল খানিক স্বাভাবিক হলেও আতঙ্ক রয়ে গিয়েছে। ইতিমধ্যেই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের সমস্ত বিমান ‘গ্রাউন্ড’ করার অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এমতাবস্থায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)(DGCA) জানিয়ে দিল, পরীক্ষা করে দেখা গিয়েছে যে কোনও বড়সড় ত্রুটি নেই ৭৮৭ ড্রিমলাইনারে।
Read More: তেহরান ছেড়ে পালাচ্ছেন নাগরিক, ইজরায়েলের হামলায় ইরানে মৃত্যু ৫৮৫ জনের
ডিজিসিএ’র(DGCA) তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনও গলদ পাওয়া যায়নি। মোট ৩৩টি বিমানের উপরে পরীক্ষা চালানো হয়েছে। যার মধ্যে চারটি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি দু’টির পরীক্ষা আজই শেষ হওয়ার কথা। এছাড়াও আরও একটি বিমানের পরীক্ষা বুধবার হওয়ার কথা। বাকি ছ’টি বিমানের মধ্যে দু’টি ইতিমধ্যেই দিল্লিতে রাখা হয়েছে। এরপর বাকি চারটির রক্ষণাবেক্ষণ হতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935262011853787485
প্রসঙ্গত, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই আলোচনায় উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। বিগত ২০১১ সাল থেকে আকাশে উড়ছে এই মডেলটি। কিন্তু এখনও অবধি একটিও এমন দুর্ঘটনার কবলে পড়েনি সে। জ্বালানি দক্ষতা থেকে উন্নত উপাদানে প্রস্তুত এই মডেলের বিমানটি যে এমনভাবে দুর্ঘটনাগ্রস্ত হবে, তা ভাবতেই পারছেন না অনেকে। এবার পরীক্ষা নিরীক্ষার পর স্পষ্ট জানানো হল, কোনও ত্রুটি ছিল না বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে।