তেহরান: ইরান-ইজরায়েল যুদ্ধের ভবিষ্যৎ নতুন আশঙ্কা তৈরি করছে। টানা ৫দিন ধরে ইরানের রাজধানী লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়েছে ইরান। এবার ক্ষয়ক্ষতি সামলানো মুশকিল বলে মনে করা হচ্ছে৷ এহেন অবস্থায় এবার তেহরান ছাড়ার নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস।(Indian Embassy) আটকে পড়া ভারতীয়দের তেহরান ছেড়ে বেরিয়ে এসে অপেক্ষাকৃত নিরাপদ কোনও শহরে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Read More: স্বজনহারাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ, বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে শনাক্ত ১২৫
ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়। কিন্তু তার পরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস।(Indian Embassy)
Link: https://x.com/ekhonkhobor18/status/1934903787292119165
মঙ্গলবার দূতাবাসের তরফ থেকে বলা হয়, দেরি না করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন নিজেরাই অন্য কোনও শহরে চলে যেতে পারেন। ইরানে আটকে থাকা যেসব ভারতীয় এখনও পর্যন্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তাঁরা যেন অবিলম্বে নিজের নাম এবং লোকেশান দূতাবাসে জানান, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। +৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫,+৯৮ ৯১২৮১০৯১০৯- এই তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।