কলকাতা : আহমেদাবাদের বিমান-বিভীষিকার পর কেটে গিয়েছে পাঁচ দিন। তার মধ্যেই ফের বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া।(Air India) এবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রইল সান ফ্রান্সিসকো থেকে থেকে মুম্বইগামী উড়ান।
Read More: মঙ্গলে টানা বৃষ্টি, এখনই বর্ষার প্রবেশ নয়! কী জানাল হাওয়া অফিস
সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল বিমানটির। এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়।(Air India) নিরাপত্তার কথা চিন্তা করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা যায় টেক অফের সময়। বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানান পরীক্ষা-নিরীক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই উড়ানটি ৭৭৭-২০০এলআর টুইন ইঞ্জিন জেট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934910869839949937
গত রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানটিতে। পাইলট কোনওরকম ঝুঁকি নিতে চাননি। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখপ্রকাশ করা হয়। সোমবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয় হংকং থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার উড়ান। জরুরি অবতরণ করানো হয় প্লেনটিকে। এরই মধ্যে ফের টেক অফের সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে। স্বাভাবিকভাবেই বিমানযাত্রা নিয়ে ভয় দানা বাঁধছে যাত্রীদের মনে।