আহমেদাবাদ : বৃহস্পতিবার আহমেদাবাদ ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন ২০০-রও বেশি মানুষ। শহরে ক্রমশ বাড়ছে ভিড়। এমতাবস্থায় আহমেদাবাদ হয়ে দিল্লি ও মুম্বই যাওয়া আসার জন্য দু’টি বিশেষ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে।(Western Railway)ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে ট্রেনদুটি।
Read More: আহমেদাবাদ বিমান বিপর্যয়ের জের, বন্ধ হতে পারে ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা
এবিষয়ে ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে একটি এক্সপ্রেস। বৃহস্পতিবার রাতে সেটি ছেড়েছে। শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিটে সেটি রাজধানীতে পৌঁছবে। তারপর ট্রেনটি দিল্লি থেকে শুক্রবার রাতে যাত্রা শুরু করবে। শনিবার সকালে সেটি আহমেদাবাদে পৌঁছবে।

পাশাপাশি, আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে আরও একটি ট্রেন রওনা দেয়। সেটি শুক্রবার সকালে মুম্বই পৌঁছেছে। শুক্রবার রাতে সেই ট্রেনটি মুম্বই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য ও অন্যান্য সহায়তার জন্য চিকিৎসক, আরপিএফের দল আহমেদাবাদে পাঠিয়েছে ওয়েস্টার্ন রেল।(Western Railway)
Link: https://x.com/ekhonkhobor18/status/1933569011746255351?s=19