নয়াদিল্লি: আহমেদাবাদের শোক এখনও কাটেনি। এখনও ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারও সম্ভব হয়নি। এর মধ্যেই আবার এয়ার ইন্ডিয়ার(Air India)বিমানে আতঙ্ক। বোমাতঙ্ক ছড়াল থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে! যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি অবতরণ করা হল এয়ার ইন্ডিয়ার বিমান।
Read More: দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কেন এড়ানো যায়নি দুর্ঘটনা! উঠছে প্রশ্ন
ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়। পরে অবশ্য গোটা বিমানটি তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু তাতে কোনওরকম বোমা পাওয়া যায়নি।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার(Air India )AI 379 এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে AI 379। উল্লেখ্য, তবে ঠিক কীভাবে বোমাতঙ্ক ছড়িয়েছিল বিমানটিতে, তা নিয়ে এখনও কর্তৃপক্ষ মুখ খোলেনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933167214854840775?s=19