প্রতিবেদন: এ যেন কোনও সিনেমা! স্বামীকে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে খুন! তার নেপথ্যে একাধিক পরিকল্পনার ছক। যত তদন্ত এগোচ্ছে তত একের পর এক ছক সামনে আসছে। এবার তদন্তকারীরা প্রকাশ্যে আনলেন আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সোনম রঘুবংশীকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার।(Meghalaya Case)যাতে মনে হয়, মৃত মহিলাই আসলে সোনম।
Read More: ‘নিমেষেই সব শেষ!’ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করছে স্থানীয়দের
নিঁখুত পরিকল্পনা! একের পর এক ছক সাজিয়ে প্রেমিক রাজের সঙ্গে মিলিতভাবে নিজের স্বামী রাজাকে খুন করে সোনম রঘুবংশী। এবার জানা যাচ্ছে, রাজা রঘুবংশীকে খুনের পর সোনম এবং তাঁর প্রেমিক রাজ দু’জনেই বুঝতে পেরেছিলেন খুব বেশিদিন পালিয়ে বেড়ানো সম্ভব নয়। তাই পুলিশের চোখে ধুলো দিতে এবং সোনমকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার ছক করে রাজ। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে দুই যুগল।

উল্লেখ্য, সোনমের প্রেমিক রাজ-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।(Meghalaya Case)কিন্তু গ্রেফতারের পর জেরার মুখে তদন্তকারীদের বিভ্রান্ত করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযুক্ত। দফায় দফায় বয়ান বদল করছে সোনমও। । তবে মেঘালয় পুলিশ জানিয়েছে, এই সমস্ত ছকের ‘মাস্টারমাইন্ড’ সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। ধৃত পাঁচজনকে প্রাথমিক ভাবে জেরার পর এই তথ্য সামনে এসেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933590920315761056?s=19
মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের এসপি সিয়েম বিবেক বলেছেন, ‘‘রাজা এবং সোনমের বিয়ের ঠিক আগে খুনের পরিকল্পনা করা হয়েছিল। ‘মাস্টারমাইন্ড’ ছিল রাজ কুশওয়াহা। তাঁকে সোনম সাহায্য করেছিল মাত্র। বাকি ৩ আততায়ী রাজেরই বন্ধু, একজন তার তুতো ভাই।’’