আহমেদাবাদ : বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ যাত্রীবাহী।(Ahmedabad Plane Crash) মর্মান্তিক এই দুর্ঘটনায় বিপুল হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, সেই যাত্রীবাহী বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানা যাচ্ছে, যাত্রীদের তালিকায় ১২ নম্বরে ছিল তাঁর নাম।
Read More: পাইলটের আপদকালীন বার্তা সত্ত্বেও বিপর্যয়! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য
এদিন ‘টেক অফ’-এর কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়ানটি।(Ahmedabad Plane Crash) ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ এবং একজন কানাডার নাগরিক। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিমানেই লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন বিজয় রূপানি। দেখা করতে যাচ্ছিলেন মেয়ের সঙ্গে।

উল্লেখ্য, ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২২ নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি। যদিও রূপানি এদিন বিমানে ছিলেন কিনা, সরকারি ভাবে কিছু জানানো হয়নি এখনও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933141030377066956