লখনউ : বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ফের প্রকাশ্যে এল প্রতারণার জাল। টেরিটোরিয়াল আর্মিতে(Territorial Army) চাকরি দেওয়ার নাম করে যুবকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল। টিপীনগর এলাকা থেকে তিন অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা ও বেশ কিছু জাল নথি।
Read More: সোমেই জেলায় জেলায় পৌঁছে যাবে দিঘার জগন্নাথদেবকে নিবেদিত ‘মহাপ্রসাদ’
স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে যে তিন জনকে পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ফিরোজাবাদের বাসিন্দা অজয় কুমার, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা কুলওয়ান্ত সিং এবং সুনীল কুমার। অভিযুক্তদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, আয়ুষ্মান কার্ড, জাল নিয়োগপত্র, মেডিক্যাল টেস্টের গেট পাস-সহ বেশ কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, জম্মু ও পাঞ্জাবে টেরিটোরিয়াল আর্মিতে(Territorial Army) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা করে নিয়েছিল অভিযুক্তরা। এদিকে এই টাকা অনলাইনের মাধ্যমে দীপক শর্মা নামে একজনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1931996757090873762
সূত্র জানাচ্ছে, রণজিৎ যাদব ও দীপক শর্মার মাধ্যমে জাল নিয়োগপত্র তৈরি করেছিলেন অভিযুক্তরা। সেই নিয়োগপত্র দেখিয়েই চাকরিপ্রার্থীদের কাছ থেকে এই তিনজন টাকা আদায় করেছিল।