কলকাতা: জাতীয় স্তরে ইন্ডিয়া জোট(INDIA Alliance) কেন্দ্রের বিরোধিতায় সিদ্ধহস্ত। কিন্তু বাংলার মাটিতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলবে তৃণমূল। তা স্পষ্ট করে দিয়েছে ঘাসফুল শিবির৷ সম্প্রতি একটি গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। একটি সংবাদমাধ্যমে দাবিও করা হয়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। তৃণমূলের তরফে এই সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। তাতেও স্পষ্ট যে, কংগ্রেসের সঙ্গে রাজ্যে দূরত্ব বজায় রেখেই চলবে তৃণমূল কংগ্রেস।
Read More: করোনার মোকাবিলায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে শুরু মক ড্রিল
তৃণমূলের সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর ফোনে কথাই হয়নি। এদিন দিল্লিতে দলের এক নেতা বলেন, “এই জল্পনা ভুল। দয়া করে আমাদের সঙ্গে একবার নিশ্চিত না করে কোনও বিষয়ে খবর করবেন না।” এই ঘটনার পরেই রাজনৈতিক মহলের দাবি যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি লড়াইয়েই নামবে তৃণমূল। জাতীয় স্তরে(INDIA Alliance) একত্রিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেও বাংলাতে দূরত্ব বজায় থাকবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930547111680004307
প্রসঙ্গত, বাংলায় আসন্ন উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে নেমেছে তৃণমূল ও কংগ্রেস। কালীগঞ্জ আসনে বামেদের সমর্থন নিয়ে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এমনকী লিবারেশনও সমর্থক করছে কংগ্রেসকে। কেরলেও উপনির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে প্রতীকবিহীন নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন পি ভি আনওয়ার। তিনিও লড়বেন কংগ্রেস সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে।
