কলকাতা : প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। নানান উৎসব, কিংবা বিশেষ দিন উপলক্ষে বারবারই গান লিখেছেন তিনি। এবার বিশ্ব পরিবেশ দিবসের (World Environment Day)আবহেও কলম ধরলেন মমতা। স্বরচিত গানের মাধ্যমেই জানালেন শুভেচ্ছা।
”সবুজ বাঁচাও, সবুজ জাগাও।
সবুজের মাঝে, পরিবেশ বাঁচাও।”বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার কথা ও সুরে, সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে – সবুজের আহ্বানে সবুজের গান।
Posted by Mamata Banerjee on Wednesday, June 4, 2025
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে নিজের লেখা গানের একটি ভিডিও পোস্ট করেন মমতা। লেখেন, “সবুজ বাঁচাও, সবুজ জাগাও। সবুজের মাঝে, পরিবেশ বাঁচাও।” সেই পোস্টে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, যে ভিডিওর গানটি বিশ্ব পরিবেশ দিবস(World Environment Day) উপলক্ষে তাঁরই লেখা ও সুর করা। তা গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। সেই গান ইতিমধ্যেই মন ছুঁয়েছে শ্রোতাদের।

উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন পরিবেশ বিষয়ে সুইডেনে রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠান হয়েছিল। তার ঠিক পরের বছর থেকে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের দেড়শোর বেশি দেশে এই দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে বহুল পরিচিত প্রথাটি বৃক্ষরোপণ। সারা বিশ্বে ক্রমাগত গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়ছে। এমতাবস্থায় তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গাছ লাগানোর প্রয়োজনীয়তা অপার। সেই কথা মাথায় রেখেই বিশেষ দিনটিতে ‘সবুজ’ বাঁচানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: বকেয়া মেটানোর দাবিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, বৈঠকে বসবেন মোদী-মমতা