কলকাতা: প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা ও ভূমিধস। এমনকী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে তৎপর রাজ্য সরকার। জানানো হয়েছে, শীঘ্রই রাজ্যের একটি প্রতিনিধি দল পাঠানো হবে উত্তরবঙ্গে।(Natural Disaster Situation) উচ্চপদস্থ আধিকারিকদের এই আট সদস্যের দল বৃহস্পতিতেই পৌঁছতে পারে উত্তরবঙ্গে।
Read More: ‘ভিত্তিহীন’ খবর উড়িয়ে রাজ্যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় তৃণমূলের
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। (Natural Disaster Situation)ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত মেরামতির পরিকল্পনা, পানীয় জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখাই এই বিশেষ দলের প্রধান লক্ষ্য।

এই দলের নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। তাঁর সঙ্গে রয়েছেন কৃষি দফতরের সচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন, স্বাস্থ্য দফতরের সচিব শুভাঞ্জন দাস, এবং ডব্লিউবিএসইডিসিএল-এর ডাইরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930549719652007962
এছাড়াও, এই পাঁচ জন আইএএস অফিসারের পাশাপাশি দলে রয়েছেন তিন প্রযুক্তিগত বিশেষজ্ঞ। এঁরা হলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার। সরকারি সূত্রের মারফত জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই দলেক কাজের উপর নজর রাখবেন এবং নিয়মিত রিপোর্ট চাইবেন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বেহাল অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের এই পদক্ষেপ অনেকটা স্বস্তি দিচ্ছে এলাকাবাসীদের।