প্রতিবেদন : নরেন্দ্র মোদীর আমলে বিচারপতিদের অবসরের পরই বিভিন্ন ধরনের পদ পাওয়ার ঘটনা নিয়ে বারবার উঠেছে বিতর্কের ঝড়। অবসরের পর সরকারি পদে বসেছেন কেউ। অনেকে আবার সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছেন। এবার বিচারপতিদের এহেন প্রবণতা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি(Chief Justice) বিআর গাভাই। “কোনও বিচারপতি যদি অবসরের পরই অন্য কোনও সরকারি পদ নেন, বা বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে পা রাখেন, তাহলে সেটা নৈতিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়”, স্পষ্ট জানালেন তিনি।
Read More: কুরেশিকে নিয়ে কুমন্তব্যের পর ধর্ষিতার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে
এর আগে বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি রঙ্গনাথন মিশ্রা রাজ্যসভার সদস্য হয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে অবসর নেওয়ার কয়েকদিন বাদেই বিজেপিতে যোগ দেন। পরে লোকসভার সাংসদ হন। আগেও বহু বিচারপতি অবসরের পর বহু পদ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিচারপতি এ এম থিপসে, বিচারপতি বিজয় বহুগুণা, বিচারপতি এম রামা জোয়েস, বিচারপতি রাজিন্দর সাচার, বিচারপতি বাহারুল ইসলাম প্রমুখ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930251958499045603
চিফ জাস্টিস(Chief Justice) গাভাইয়ের কথায়, “একজন বিচারপতি যদি কোনও রাজনৈতিক দলের ব্যানারে ভোটে লড়েন, তাহলে সেটা বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করে। কারণ এটাকে অনেকেই বিচারপতির আসনে থেকে স্বার্থের সংঘাত বা সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যম হিসাবে দেখে। ভুল সময়ে বিচারপতিরা সরকারি পদ নিলে সেটা বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে টলিয়ে দিতে পারে। কারণ এতে মানুষের মনে হবে, বিচারকের সিদ্ধান্তগুলি ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে প্রভাবিত।” প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁর বহু সহকর্মী শপথ নিয়েছেন, অবসরের পর কোনও সরকারি পদ নেবেন না। যা বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা রক্ষার প্রয়াস বলেই মনে করেন তিনি।