পাটনা : নরেন্দ্র মোদীর সাধের ‘আত্মনির্ভর’ ভারতে বারবার প্রকাশ্যে এসেছে নারীনির্যাতন(Woman Violence )ও জাতিবৈষম্যের ঘৃণ্য প্রতিচ্ছবি। নারীদের উপর বেড়েই চলেছে অত্যাচার। পাশাপাশি নির্যাতনের কবলে পড়েছেন সংখ্যালঘু ও দলিত শ্রেণীর প্রতিনিধিরা। এবার একইসঙ্গে ফুটে উঠল দুই চিত্র। ঘটনাস্থল বিজেপি জোটশাসিত বিহারের Industries। ন’বছরের দলিত কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল মাছবিক্রেতার বিরুদ্ধে। আরও অভিযোগ, ধর্ষণের পরে ওই কন্যাকে ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে সে।
Read More: সীমান্ত সুরক্ষায় তৎপরতা, যৌথভাবে কাজের সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যের
ঘটনার পর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। তাঁদের দাবি, পাটনা মেডিক্যাল কলেজে চিকিৎসা পাওয়ার জন্য তাদের ছ’ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে সেখানে। পরের দিনই মৃত্যু হয় নির্যাতিতার।(Woman Violence )ভোটমুখী বিহারে ইতিমধ্যেই এ নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল আরজেডি। সময়মতো চিকিৎসা পেলে মেয়েটির প্রাণ বেঁচে যেত বলেই মনে করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিত সাহনি নামে এক ব্যক্তি ওই বালিকাকে খাবারের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। নির্যাতিতার বাড়ির কাছেই মাছ বিক্রি করে রোহিত। ঘটনার সময় নাবালিকার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে স্থানীয়দের কাছে খোঁজখবর শুরু করেন। তখন প্রতিবেশীরা জানান, রোহিতের সঙ্গে বাইকে তাকে যেতে দেখেছেন তাঁরা। নির্যাতিতার পরিবার রোহিতকে জিজ্ঞেস করলে সে সব কথা স্বীকার করে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929467000721387663?s=19
এরপর নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তর করার পরামর্শ দেন। পরিবারের অভিযোগ, ওই হাসপাতালে তাদের ছ’ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তার পরে চিকিৎসকেরা নির্যাতিতার চিকিৎসা শুরু করেন। যদিও শেষরক্ষা হয়নি। পরের দিনই মৃত্যু হয় তার। পুরো বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের দিকে আঙুল তুলেছে আরজেডি। এক্স হ্যান্ডলে পোস্ট করে তারা লিখেছে, “ধনী এবং গরিবের মধ্যে বিভেদ করে যে প্রশাসন, তা জিতে গিয়েছে। মানবিকতা হারিয়েছে।” রাহুল এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলেই আখ্যা দিয়েছেন। বালিকাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকার, এমনই বক্তব্য কংগ্রেস সাংসদের।