প্রতিবেদন : ফের বড়সড় বিড়ম্বনার কবলে পড়ল যোগগুরু রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’।(Patanjali) উঠল সন্দেহজনক লেনদেনের অভিযোগ। ইতিমধ্যেই পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে এই নোটিশ জারি করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে ওই সন্দেহজনক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে সংস্থাকে।
Read More: ‘রেডস’ ছেড়ে ‘লস ব্লাঙ্কো’য় ট্রেন্ট, ইংরেজ ফুলব্যাককে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাল রিয়াল
স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতে বিরাট ধাক্কা খেয়েছে পতঞ্জলির(Patanjali) শেয়ার। তড়িঘড়ি এই সংস্থা থেকে বিনিয়োগ তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। জানা গিয়েছে, শুক্রবার ৫ শতাংশের কাছাকাছি নেমে যায় এই শেয়ারের দাম। বাজার খোলার পর থেকে এই শেয়ারের দাম পড়ে দাঁড়ায় ১৬৭১ টাকা। গত ৫২ সপ্তাহে শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল ১১৬৯ টাকা। এবং সর্বোচ্চ দাম ছিল ২০১১ টাকা।
সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, পতঞ্জলি সংস্থার বেশকিছু লেনদেন রীতিমতো সন্দেহজনক। প্রাথমিক তদন্তে এই লেনদেনগুলিকে অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। যার জেরেই পাঠানো হয় এই নোটিশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২ মাসের মধ্যে ওই লেনদেনের বিস্তারিত রিপোর্ট-সহ নোটিশের জবাব দিতে হবে। অন্যথায়, গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অবশ্য এই নোটিশ নিয়ে পতঞ্জলির তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928437947340091635
উল্লেখ্য, পতঞ্জলির যৌথ প্রধান হলেন বাবা রামদেব ও বালকৃষ্ণ। পুরো ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। এর আগে দুজনেই নানা সময়ে উঠে এসেছেন বিতর্কের শিরোনামে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের পাশাপাশি মিথ্যা প্রচারের অভিযোগে অসংখ্য মামলাও দায়ের হয়েছে দুই জনের বিরুদ্ধে। আদালতে ভর্ৎসনা শুনতে হয়েছে রামদেবকে। শাস্তিও পেতে হয়েছে। কিছু ক্ষেত্রে জরিমানা ও ক্ষমা চেয়েও পরিস্থিতি সামাল দিয়েছেন পতঞ্জলির দুই মালিক। পাশাপাশি, গত বছর আয়কর না দেওয়ার অভিযোগ উঠেছিল পতঞ্জলির বিরুদ্ধে। একের পর এক অভিযোগ ও মিথ্যাচারের জেরে এমনিতেই গ্রাহকদের মনে পতঞ্জলির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে এই ঘটনার জেরে পতঞ্জলির শেয়ারও পড়ল বিপর্যয়ের মুখে।