লখনউ : নরেন্দ্র মোদীর আমলে দেশে বারবার সংশয়ের মুখে পড়েছে জনসাধারণের বাকস্বাধীনতা। কেন্দ্রের শাসকদলের বিরোধিতা করার মাশুল গুনতে হয়েছে অনেককেই। বাদ যায়নি সংবাদমাধ্যমও। রাষ্ট্রীয় রোষের কবলে পড়েছে সাংবাদিকরা।(Journalist)ঘটেছে প্রাণহানির ঘটনাও। এবার ক্রমাগত হেনস্থার মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের এক সাংবাদিক দম্পতি। ক্যামেরার সামনে বিষ পান করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সুবিচারের আবেদন করলেন তাঁরা।
Read More: অঙ্কিতা ভাণ্ডারী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি নেতার ছেলে সহ ৩
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসালপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নগেন্দ্র পাণ্ডে, নগর পঞ্চায়েত শ্যামবিহারী ভোজওয়াল এবং স্থানীয় ঠিকাদার মইন হুসেনের বিরুদ্ধে অভিযোগ আনেন ইসরার নামে এক সাংবাদিক।(Journalist) তাঁর কথায়, সম্প্রতি বারখেদা নগর পঞ্চায়েতের বড় দুর্নীতির খবর প্রকাশ করেছিলেন তিনি। ইসরারের প্রতিবেদন নজরে আসে মুখ্যমন্ত্রীর দফতরের। তারপর থেকেই বারবার হেনস্থার শিকার হয়েছেন ইসরার এবং তাঁর গোটা পরিবারকে। অভিযুক্ত তিনজন ইসরারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928391575622537676
টানা কয়েকদিন ক্রমাগত হেনস্থার শিকার হয়ে অবশেষে আত্মহননের সিদ্ধান্ত নেন ইসরার এবং তাঁর স্ত্রী। বৃহস্পতিবার ক্যামেরার সামনে তাঁরা বলেন, “আমরা বিষ খেয়ে নিজেদের জীবন শেষ করছি। যোগীজি, আমরা সুবিচার চাই।” সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। খবর পেয়ে ইসরার এবং তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ইসরারের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর স্ত্রীর অবস্থা সংকটজনক।