কলকাতা: বুধের সকাল থেকেই মুখভার আকাশের। সব জেলাতেই অল্পবিস্তর ঝড়বৃষ্টি চলছে।(Weather Forecast) একদিকে নিম্নচাপ অন্যদিকে প্রাকবর্ষার বৃষ্টি। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। আগামী ২ দিনে বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে।
Read More: ভারতের হামলায় ধূলিসাৎ পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি! প্রকাশ্যে উপগ্রহচিত্র
নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ওই ক’দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।(Weather Forecast) সুন্দরবন ও দিঘার উপকূলেও প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে। আসন্ন দুর্যোগের সম্ভাবনায় সুন্দরবনে পুরোদমে ত্রাণশিবির তৈরির প্রস্তুতি চলছে। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। বৃহস্পতিবার ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। ঝড়ের গতিবেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927639554476941564
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিবিধি দেখে মনে হচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। বুধবার সে রকম কোনও সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হবে। শুক্রবার থেকে দুর্যোগ শুরু হবে উত্তরের বাকি জেলাগুলিতেও। এর জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর।