ওয়াশিংটন: বিদেশি পড়ুয়াদের উপর ট্রাম্পের ‘কুনজর’! এমনটাই বলছে বিভিন্ন মহল। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের বিতারিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার শুধু হার্ভার্ড নয়! সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বিপদের মুখে বিদেশি পড়ুয়ারা। নয়া সিদ্ধান্ত অনুসারে, এবার বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ(Visa Interview) বন্ধ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
Read More: রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী, রথযাত্রা ঘিরে দিঘায় তুঙ্গে প্রস্তুতি
মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত সোশাল মিডিয়ার কার্যকলাপের উপর কড়া নজরদারি চলবে। তাই পড়ুয়া এবং এক্সচেঞ্জ পড়ুয়াদের ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে। আবার, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কথা মঙ্গলবার মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে।

বিদেশ দফতরের তরফে বলা হয়, আপাতত এফ, এম এবং জে ভিসার আবেদনপত্রের ইন্টারভিউ(Visa Interview) স্থগিত রাখা হবে। এই ভিসাগুলি মূলত পড়ুয়াদের জন্যই। বিশ্বের সমস্ত মার্কিন কনসুলেটকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভিসার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া যাবে না। কারণ আবেদনকারীদের সোশাল মিডিয়া খুঁটিয়ে দেখা হবে। তাঁদের কোনও পোস্ট আমেরিকার জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক কিনা, সেটাও বিবেচনা করবে মার্কিন প্রশাসন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927648137742893311
তবে এই পদক্ষেপ আদতে আমেরিকার জন্য ক্ষতিকর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আর্থিক দিক থেকে বিদেশি পড়ুয়াদের আসায় অনেকটা লাভবান হয়। তবে ট্রামএর ‘কুনজরে’ তাও এবার বন্ধ হতে পারে। ২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ৪৩০০ কোটি ডলারেরও বেশি আয় হয় আমেরিকায় পড়তে আসা বিদেশিদের থেকে। অর্থাৎ এটা স্পষ্ট যে, আগামী শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়ারা ভিসা না পেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিরও লোকসানের সম্ভাবনা প্রবল।