প্রতিবেদন : ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। মঙ্গলবার রাত ১ টা ৫৪ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়।(Earthquake) রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। রাত ২ টো ২৬ নাগাদ অনুভূত হয় পরবর্তী কম্পন। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫। মাত্র আধঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ।
Read More: উত্তরে বর্ষার আগমন, দক্ষিণে নিম্নচাপ! দুর্যোগ রুখতে প্রস্তুত সুন্দরবন
মণিপুর ছাড়া মেঘালয়, ত্রিপুরা, অসম ও পড়শি বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।(Earthquake) তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। ভূপৃষ্ট থেকে ৪০ কিলোমিটার নীচে। দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মণিপুরের ননীতে। রিখটার স্কেলে ২.৫ তীব্রতার ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিলোমিটার নিচে।

উল্লেখ্য, গত ৫ মার্চ এক ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠেছিল মণিপুর। দুটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল কামজং জেলা। রিখটার স্কেলে ৫.৭ ও ৪.১ মাত্রার ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে সেসময় ও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর তিন মাসের মধ্যেই ফের জোড়া কম্পন অনুভূত হল সেই উত্তর-পূর্বের এই রাজ্যে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927641086387957913