নয়াদিল্লি: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণে হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পালটা ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই অপারেশন সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল তিন বাহিনী। এবার জঙ্গি দমনে সিদ্ধহস্ত ভারতের এই তিন বাহিনী পরিচালিত হবে যৌথ কমান্ডে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এরকমই ঘোষণা করেছে কেন্দ্র।(Central Govt)
Read More: ফের জোড়া ভূমিকম্প মণিপুরে, কাঁপল বাংলাদেশও
তিনবাহিনীকে যৌথভাবে পরিচালনার বিষয়টি আগে থেকেই ভাবনাচিন্তা করছিল কেন্দ্রীয় সরকার।(Central Govt) তাই ২০২৩ সালের বাদল অধিবেশন সংসদের দুই কক্ষেই পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল, ২০২৩। তারপর সেই বছরই ১৫ আগস্ট বিলটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপরই তা আইনে পরিণত হয়।

নয়া এই আইন ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয় অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার। এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927643003868307615
শত্রুদের যোগ্য জবাব দিতে এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। ২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্যই হল প্রতিরক্ষাকে আরও জোরদার করা।