প্রতিবেদন : ভারত-পাক সংঘাতের আবহে ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি উপগ্রহচিত্র(Satellite Image) অনুযায়ী, ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারও! উপগ্রহচিত্রগুলিতে দেখা যাচ্ছে, মুরিদকে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে বিরাট গর্ত হয়ে গিয়েছে। সেখানে প্রায় তিন মিটার চওড়া গর্ত হয়েছে।
Read More: পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের! ৩০মে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি, জানালেন মুখ্যমন্ত্রী
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। পালটা জম্মু থেকে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান। চেষ্টা চলেছিল ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের। পাকিস্তানের সব হামলা প্রতিহত করার পর ১০ মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। ওই একরাতেই পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়। তারপর এই প্রথমবার প্রকাশ্যে এল পাক বায়ুসেনার মুরিদ ঘাঁটির ছবি।

এই উপগ্রহচিত্রগুলি(Satellite Image) প্রকাশ করেছে মাক্সার টেকনোলজি নামে এক সংস্থা। সেই ছবি পর্যালোচনা করে ড্যামিয়েন সাইমন নামে এক জিও-ইন্টেলিজেন্স গবেষকের মত, যেভাবে বিরাট এলাকাজুড়ে গর্ত তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় ওই অংশে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। সম্ভবত সেখানেই বায়ুসেনা ঘাঁটির কমান্ড এবং ড্রোন ব্যবহারের মতো বিষয়গুলি পরিচালিত হত। ওই ভূগর্ভস্থ পরিকাঠামো লক্ষ্য করে ভারত আক্রমণ শানিয়েছিল বলেই অনুমান। ওই গর্তের পাশে থাকা একটি ভবনের ছাদও ধ্বংস হয়ে গিয়েছে, এমনই দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927361257872457919
পাশাপাশি, পাক বায়ুসেনার প্রাক্তন হেডকোয়ার্টার নুর খান এয়ারবেসেও ভারতের আক্রমণের জেরে বড়সড় ক্ষতি হয়েছে। উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ঘাঁটির বেশ কয়েকটি অংশ কার্যত ছারখার। তবে ধ্বংসাবশেষের অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও সারগোধা, ভোলারি, জাকোবাবাদ, সুক্কুরের মতো একাধিক বায়ুসেনা ঘাঁটিও ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। প্রাথমিকভাবে যতটা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছিল, বাস্তবে তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাক বায়ুসেনা ঘাঁটিগুলি।