কলকাতা : এবার বাংলার বুকে বাল্যবিবাহ(Child Marriage) বন্ধের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মহিলাদের সঙ্গে সচেতন করা সবে পুরুষদেরও। এই সামাজিক কুপ্রথাটির ক্ষতিকারক দিক সম্পর্কে তুলে ধরার উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
Read More: জওয়ানদের কাছে পৌঁছে দিয়েছিল খাবার, অকুতোভয় বালককে বিশেষ সম্মান ভারতীয় সেনার
গত সোমবার কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন সম্পর্কিত রাজ্য স্তরের এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় ইউনিসেফের উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন বাল্যবিবাহ(Child Marriage) রোধে জেলায়-জেলায় কাজ করা বিভিন্ন দফতরের আধিকারিকরা। মন্ত্রী শশী পাঁজা তাঁদেরকে এই কাজের সাফল্য ও প্রতিবন্ধকতা আলোচনা করার আহ্বান জানান। নিজেদের অভিজ্ঞতার কথা শোনান বিভাগীয় সচিব সংঘমিত্রা ঘোষ, পশ্চিমবঙ্গে ইউনিসেফের প্রধান ডাঃ মনজুর হোসেন এবং অন্যান্য কর্তারা।

উল্লেখ্য, ইউনিসেফের সহযোগিতায়, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য গত ২০২২ সালে একটি জেলা কর্মপরিকল্পনা তৈরি করে রাজ্য। সেইমতো জেলায় জেলায় কাজ চলছে। এদিন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী-সহ বিভিন্ন নারীকল্যাণমূলক প্রকল্পের কারণে বর্তমানে রাজ্যে বাল্যবিবাহ অনেকাংশে রোধ করা সম্ভবপর হয়েছে। এই বিষয়ে পুরুষ এবং ছেলেদের আরও বেশি করে অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927661518847656383