প্রতিবেদন : পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। আর এই অপারেশনের পিছনে ছিল ভারতীয় সেনার নিবিড় ও অক্লান্ত প্রস্তুতি। পাঞ্জাবের ফিরোজপুর জেলায় সীমান্ত সংলগ্ন একটি গ্রামে সূর্যের প্রখর উত্তাপের মধ্যে যখন সৈন্যরা প্রস্তুতিতে মগ্ন, ঠিক সেই সময় সমস্ত ভয়কে উপেক্ষা করে তাঁদের কাছে দুধ, লস্যি, জল, আইসক্রিম পৌঁছে দিয়েছিল ১০ বছরের এক বালক।(Fearless Boy) তাকেই এবার বিশেষ সম্মান জানানো হল ভারতীয় সেনার তরফে।
Read More: ট্রাম্পের নজরে বিদেশি পড়ুয়ারা! ভিসার ইন্টারভিউ বন্ধ করল মার্কিন প্রশাসন
ছেলেটির(Fearless Boy) নাম শ্রাবণ সিং। পাঞ্জাবের ফিরোজপুরের সীমান্ত-লাগোয়া গ্রামের কৃষক সোনা সিংহের ছেলে সে। বড় হয়ে ভারতীয় সেনায় যোগ দিতে চায় দেশভক্ত শ্রাবণ। তাই সব ভয়কে পায়ের নিচে ঠেলে সৈন্যদের সাহায্য করতে পৌঁছে গিয়েছিল সে। শ্রাবণের কথায়, “আমি ভয় পায়নি। বড় হয়ে আমি সৈনিক হতে চাই। আমাদের সেনাবাহিনীর জন্য জল, লস্যি, আইসক্রিম নিয়ে যেতাম। তাঁরাও আমাকে খুব ভালোবাসত।”

মঙ্গলবার একটি অনুষ্ঠানে শ্রাবণকে সম্মানিত করেন সপ্তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রাজীব সিং মানরাল। একটি মেমেন্টো, আইসক্রিম ও বেশ কিছু খাবার জিনিস তুলে দেওয়া হয় শ্রাবণের হাতে। আপ্লুত শ্রাবণের বাবা সোনা সিং। “আমাদের এলাকায় সেনা মোতায়েন ছিল। গরমের মধ্যে সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। শ্রাবণ তাঁদের কাছে দুধ, লস্যি, আইসক্রিম পৌঁছে দিত। আমরাও শ্রাবণকে এই কাজে সাহস জুগিয়েছি। সেনা ওকে সম্মান জানিয়েছে। আমরা খুব খুশি”, জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927659743423950981