নয়াদিল্লি: সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা।(Jyoti Malhotra) তাঁর গ্রেফতারির পর থেকেই একাধিক তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই জল অনেক দূর গড়িয়েছে। তবে এখনও জ্যোতি দাবি করছেন, তিনি নির্দোষ। বাবাকে দেখে জেলের ভিতরেই কান্নায় ভেঙে পড়েন জ্যোতি। তাঁর মুখে শোনা যায় একটিই কথা, ‘আমি নির্দোষ৷ আমাকে ফাঁসানো হয়েছে’।
Read More: সাফল্যমণ্ডিত ‘অপারেশন সিঁদুর’, সেনাবাহিনীর ৩ প্রধানকে আমন্ত্রণ আইপিএল ফাইনালে
সোমবার ন’দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর ইউটিউবারকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে তাঁর ঠাঁই হয়েছে হরিয়ানার হিসার সেন্ট্রাল জেলে। এদিনই জ্যোতির(Jyoti Malhotra) সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাবা হরিশ মালহোত্রা। হরিশকে দেখেই কান্নায় লুটিয়ে পড়েন জ্যোতি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরিশ বলেন, “মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে বারবার দাবি করেছে সে নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। আর কোনও কথা সে বলেনি।”

এদিকে তদন্ত কিন্তু অন্য কথা বলছে। জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পর থেকেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মঙ্গলবার ফের বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, দানিশ ছাড়াও ইউটিউবারের সঙ্গে যোগযোগ ছিল আরও তিন আইএসআই এজেন্টের! জ্যোতির ল্যাপটপ পরীক্ষার পরই তা জানতে পারেন তদন্তকারীরা। তবে তাঁদের মাধ্যমে ইউটিউবার ভারতের কী কী গোপন তথ্য পাকিস্তানে পাচার করেছেন, সেগুলিই এখন খতিয়ে দেখা হচ্ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927703764258934927