দিঘা : প্রায় মাসখানেক আগেই মহাসমারোহে দিঘায় শুভ উদ্বোধন হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। তারপর থেকেই প্রত্যহ সেখানে নামছে পুণ্যার্থীদের ঢল। জগন্নাথধামে মোহিত আবাল-বৃদ্ধ-বনিতা। নতুন এই মন্দির মুগ্ধ করেছে বিদেশি পর্যটকদেরও। সামনেই রথযাত্রা।(Ratha Yatra) সেই সময় নজিরবিহীন ভিড় দেখতে চলেছে সৈকতশহর। রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোনার ঝাঁটা দিয়ে প্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়ার পথও পরিষ্কার করবেন তিনি।
Read More: দেশের নিরাপত্তায় এবার একসঙ্গে কাজ করবে ৩ সেনাবাহিনী, ঘোষণা কেন্দ্রের
গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পর থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অনন্য রূপে ধরা দিয়েছে সৈকতশহর। দর্শনীয় স্থান হয়ে উঠেছে দিঘা। এবার সেই দিঘায় প্রথমবার ঘটা করে রথযাত্রার(Ratha Yatra) আয়োজন হতে চলেছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ প্রস্তুত হয়ে গিয়েছে। মন্দির চত্বরেই রাখা হয়েছে এই রথগুলিকে। পুরীর মতোই দিঘাতেও পৃথক তিনটি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। পাশাপাশি ওল্ড দিঘায় থানার কাছে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে।জোরকদমে চলছে সেই মন্দির সংস্কারের কাজ।

আগামী ২৭শে জুন পালিত হবে রথযাত্রা। পুরীতে রথের চাকা গড়ানোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। দিঘার রথযাত্রাতেও তার কোনও ব্যতিক্রম হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন বলে ইসকন সূত্রে জানা গিয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুদানের টাকায় তৈরি হওয়া সোনার ঝাঁটা ইসকনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এরই পাশাপাশি রথযাত্রার জন্য দিঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন সূত্র। জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ ওল্ড দিঘার সমুদ্রপাড়ে থাকা মাসির বাড়িতে পৌঁছবে। সেখানে উলটোরথ পর্যন্ত সাতদিন থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মাসির বাড়ি চত্বরে এই সাতদিন মেলার আয়োজন থাকছে বলেও জানা গিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927644706734821549
পর্যটক সমাগম নিয়ে আশাবাদী দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। “মহাধুমধাম করে দিঘায় রথযাত্রা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব তহবিলের টাকায় তৈরি হওয়া সোনার ঝাঁটা আমাদের হাতে তুলে দিয়েছেন। রথের চাকা গড়ানোর আগে সেই সোনার ঝাঁটা দিয়েই প্রভুর মাসির বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার করবেন মুখ্যমন্ত্রী। ভক্তদের প্রচুর ভিড় হবে বলে আশা করা যায়”, জানিয়েছেন তিনি।