নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের নাজেহাল অবস্থা হয়৷ তবে পাকিস্তান ড্রোন হামলাও চালাতে থাকে৷ ভারত তা প্রতিহত করতে বেশিরভাগই সক্ষম হলেও পাক হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই। তবে এই আবহে সীমান্ত এখনও নিরাপদ নয়৷ সেই কারণেই ফের মক ড্রিলের(Mock Drills) সিদ্ধান্ত কেন্দ্রের। সীমান্ত লাগোয়া এলাকায় মকড্রিলের নির্দেশ দেওয়া হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
Read More: তৈরি নতুন রূপরেখা, বাল্যবিবাহ রোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
ভারত-পাক সংঘাতের আবহে গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের ২৭ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে যুদ্ধ মহড়ার(Mock Drills) নির্দেশ দেওয়া হয়। মোট ২৫৯টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহের মন্ত্রক। আবার ফের সীমান্তের চারটি রাজ্যে মক ড্রিলের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে। তালিকায় রয়েছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। এই সব রাজ্যগুলিতে মক ড্রিল হবে। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই মহড়ার লক্ষ্য হল জরুরি প্রস্তুতি বাড়ানো, সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতির অনুধাবন, বিমান হামলার সাইরেন পরীক্ষা করা, সিমুলেটেড ব্ল্যাকআউট এবং নাগরিক প্রশিক্ষণ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927698344429736033